সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

রমজান সামনে রেখে পণ্যদ্রব্যের দাম পর্যালোচনায় সভা ১৯ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম

শেয়ার করুন:

রমজান সামনে রেখে পণ্যদ্রব্যের দাম পর্যালোচনায় সভা ১৯ জানুয়ারি
রমজান সামনে রেখে পণ্যদ্রব্যের দাম পর্যালোচনায় সভা ১৯ জানুয়ারি। ফাইল ছবি

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের মূল্য পরিস্থিতি পর্যালোচনায় আগামী ১৯ জানুয়ারি একটি সভা আহ্বান করা হয়েছে। 

রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।


বিজ্ঞাপন


তিনি বলেন, রমজানকে কেন্দ্র করে বাজার পরিস্থিতি ও পণ্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে একটি সভা ডাকা হয়েছে। সভায় পর্যালোচনার পর সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

এ সময় তিনি আরও জানান, বিদ্যমান আমদানি নীতি আদেশ (২০২১-২০২৪) এর তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন এনে ২০২৫-২০২৮ মেয়াদের জন্য নতুন আমদানি নীতি আদেশের একটি খসড়া প্রস্তুত করা হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমদানি নীতিকে আরও উদার ও সহজ করার লক্ষ্যে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রস্তাব কেবিনেটে অনুমোদনের পর বিস্তারিত জানানো হবে। 

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের সঙ্গে এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং খুব শিগগিরই এটি কেবিনেটে উপস্থাপন করা হবে। আগামী কেবিনেটে না উঠলে পরবর্তী কেবিনেটে বিষয়টি তোলা হবে।


বিজ্ঞাপন


এমআর/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর