আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের মূল্য পরিস্থিতি পর্যালোচনায় আগামী ১৯ জানুয়ারি একটি সভা আহ্বান করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বিজ্ঞাপন
তিনি বলেন, রমজানকে কেন্দ্র করে বাজার পরিস্থিতি ও পণ্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে একটি সভা ডাকা হয়েছে। সভায় পর্যালোচনার পর সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
এ সময় তিনি আরও জানান, বিদ্যমান আমদানি নীতি আদেশ (২০২১-২০২৪) এর তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন এনে ২০২৫-২০২৮ মেয়াদের জন্য নতুন আমদানি নীতি আদেশের একটি খসড়া প্রস্তুত করা হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, আমদানি নীতিকে আরও উদার ও সহজ করার লক্ষ্যে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রস্তাব কেবিনেটে অনুমোদনের পর বিস্তারিত জানানো হবে।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের সঙ্গে এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং খুব শিগগিরই এটি কেবিনেটে উপস্থাপন করা হবে। আগামী কেবিনেটে না উঠলে পরবর্তী কেবিনেটে বিষয়টি তোলা হবে।
বিজ্ঞাপন
এমআর/এআর

