সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

‘বিগত ফ্যাসিস্ট সরকারের পুনরাবৃত্তি রুখতে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান’

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম

শেয়ার করুন:

‘বিগত ফ্যাসিস্ট সরকারের পুনরাবৃত্তি রুখতে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান’
বরিশালে বেলস পার্কে আয়োজিত বরিশাল বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যাপক আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শাসনামলে গুম, খুনসহ নানা ভয়াবহ অপরাধের মধ্য দিয়ে দেশ পরিচালিত হয়েছে। ভবিষ্যতে যেন এমন অপরাধের পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে হবে এবং জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।

রোববার (১১ জানুয়ারি) বরিশাল নগরীর বেলস পার্কে আয়োজিত বরিশাল বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বরিশাল বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


ড. আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ দেশের ভবিষ্যৎ রাজনীতি ও গণতান্ত্রিক ব্যবস্থার একটি রূপরেখা। এখানে মতপার্থক্য থাকতেই পারে। তবে দেশের বৃহত্তর কল্যাণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকতে হবে।

picture

তিনি আরও বলেন, অনেকে প্রশ্ন করেন—গণভোটের মার্কা কি? গণভোটের মার্কা হচ্ছে টিকচিহ্ন। হ্যা বলতে চাইলে ওই মার্কায় ভোট দিতে হবে।

আলী রীয়াজ বলেন, রাজনৈতিক মতপার্থক্য, বিশ্বাস বা দলভেদ থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাদা রঙের ব্যালট ব্যবহার করা হয়। গণভোটের জন্য ব্যবহৃত হয় গোলাপী রঙের ব্যালট।


বিজ্ঞাপন


তিনি বলেন, অতীতে গণভোটে আগে সিদ্ধান্ত নেওয়া হতো, পরে সম্মতি চাওয়া হতো। এবার আগে সম্মতি চাওয়া হচ্ছে, পরে তা বাস্তবায়ন হবে। এখন আপনার সম্মতি ছাড়া আপনার প্রতিনিধি কিছু করতে পারবে না।

আলী রীয়াজ বলেন, বাংলাদেশের ১৩ কোটি ভোটারের হাতে চাবির মতো ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে। এই চাবি দিয়ে দরজা খুলুন, ভবিষ্যতে দলমত, ধর্মবিশ্বাস ও সব ভেদাভেদ ভুলে গিয়ে এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করি, যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ১৯৭১ সালে—সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার। সকলকে মিলে সেই চেষ্টায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, একসাথে বলি—‘এ রাষ্ট্রের মালিক আমরা, আমরা এর ভবিষ্যৎ ঠিক করে দেব’। এই সুযোগ প্রতিদিন আসবে না, এবং আসার প্রয়োজনও নেই। সকলে মিলে দেশের ভবিষ্যতের পথরেখা নির্ধারণে প্রতিনিধিদের সঙ্গে যুক্ত হতে হবে। প্রতি পাঁচ বছরে প্রতিনিধি পরিবর্তন হতে পারে, আবার না-ও হতে পারে। সংখ্যাগরিষ্ঠ জনগণ যা চায়, তা গণতন্ত্রে প্রতিফলিত হবে।

বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত) মনির হায়দার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন প্রমুখ।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর