সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ভুল তথ্য প্রচার মানেই সমাজে ক্ষয়: ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

EC
নির্বাচন কমিশন। ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভুল তথ্য প্রচার মানেই সমাজে ক্ষয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশন ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমন তথ্য জানায় সংস্থাটি।


বিজ্ঞাপন


ইসি জানায়, ভুল তথ্য মানেই সমাজে ক্ষয়। নির্বাচনে সত্যতা ছাড়া কোনো অপপ্রচার গ্রহণযোগ্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য শেয়ার করার আগে সত্যতা যাচাই করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি করে নিষ্পত্তি করবে এসব আবেদন। এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। সেদিনই চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে, এবার ভোটে কতজন লড়াই করবে। রিটার্নিং কর্মকর্তা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

এমএইচএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর