রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

এক মাসে ২৯৮৪টি ফৌজদারি ও ১১৬০টি ট্রাফিক মামলা নিষ্পত্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম

শেয়ার করুন:

এক মাসে ২৯৮৪টি ফৌজদারি ও ১১৬০টি ট্রাফিক মামলা নিষ্পত্তি
এক মাসে ২৯৮৪টি ফৌজদারি ও ১১৬০টি ট্রাফিক মামলা নিষ্পত্তি। প্রতীকীবি

সংক্ষিপ্ত বিচার আদালতে ২৯৮৪টি ফৌজদারি মামলা ও ১১৬০টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে ২০২৫ সালের ডিসেম্বর মাসে এ মামলা গুলো নিষ্পত্তি করা হয়। এছাড়াও গ্রেফতারকৃত ৫৬২৯ জনের মধ্যে ২৭৭৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। 
 
বিষয়টি নিশ্চিত করেছেন আইন কর্মকর্তা (জেলা জজ) মোহাম্মদ আতাউল হক।
 
তিনি জানান, ডিএমপির গত ডিসেম্বর মাসে মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ ৫৬২৯ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৯৮৪টি মামলা নিষ্পত্তি করে। তাদেরকে ১৪ লাখ ৬৬ হাজার ১৫০ টাকা জরিমানা ও ২৭৭৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
 
অন্যদিকে ডিএমপির গত ডিসেম্বর মাসে ট্রাফিক মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ মতিঝিল ট্রাফিক বিভাগে ১৭৩১টি মামলা করে। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বর্তমান মাসে ৩১৮ সহ সর্বমোট ১১৬০ টি মামলা নিষ্পত্তি করে ও ৬ লক্ষ ৭২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, গুরুতর নয় এমন অপরাধ এবং যে অপরাধমূলক কাজের জন্য লঘু শাস্তি হয়, সে সব অপরাধসমূহের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়।
 
এমআইকে/এআর 
 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর