ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলীর সমন্বয়ে বাহিনী, দপ্তর, সংস্থাসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়েছে নির্বাচন কমিশনে (ইসি)।
রোববার (১১ জানুয়ারি) সকালে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ সভায় সভাপতিত্বে এ সভা শুরু হয়।
বিজ্ঞাপন
ইসি জানায়, এর আগে আরও তিনবার আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করা হয়। আজকের এটি সমন্বয় সভা। ভোটের আগে আরও কয়েকবার সভাকরা করা হবে। সার্বিক পরিস্থিতি নিয়ে।
ইসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, বিজিবি, পুলিশসহ বাহিনীসহ ১৬ বিভাগ সংস্থার ফোকাল পয়েন্ট/প্রতিনিধিরা অংশ নেন। এসময় ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি করে নিষ্পত্তি করবে এসব আবেদন। এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। সেদিনই এবার ভোটে কতজন লড়াইয়ে থাকছে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ হবে। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট হবে ১২ ফেব্রুয়ারি।
এমএইচএইচ/এএস

