রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ইসলাম ধর্ম কি জামায়াতে ইসলামী ইজারা নিয়েছে: আব্দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম

শেয়ার করুন:

ইসলাম ধর্ম কি জামায়াতে ইসলামী ইজারা নিয়েছে: আব্দুল কাদের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি প্রচারণার কৌশলের কড়া সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। শঙ্কা প্রকাশ করে তিনি বলেছেন, ‘দলটি ক্ষমতায় গেলে তাদেরই বিধিনিষেধ মেনে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।’

শনিবার (১০ জানুয়ারি) নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে তিনি এমন সমালোচনা করেন।


বিজ্ঞাপন


আব্দুল কাদের লিখেছেন, ‘সিরাজগঞ্জ-৬ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান ঘোষণা দিয়েছেন, যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না, তাদের আর কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নাই।’

তিনি আরও লেখেন, ‘ইসলাম ধর্ম কি জামায়াতে ইসলামী ইজারা নিয়ে নিছে? এক-দুইজন বললে না হয় ব্যক্তির ভুল হিসেবে ধরে নিতাম; কিন্তু সবাই দেখি সেইম লাইনে কথা বলতেছে। এলার্মিং, আল্লাহ না করুক, দেখা গেলো আগামী দিনে তাদের সেট করে দেওয়া বিধিনিষেধের মধ্যেই ধর্ম-ধর্মীয় অনুশাসন পালন করতে হবে।’

আব্দুল কাদের লেখেন, ‘আরেকটা বিষয় এখানে কনসার্নের- জামাত তাদের বাহিরে আর কাউকে ইসলামের ধারক-বাহক ভাবেন না, হয়তো ঐরকম মুসলমানও ভাবেন না। তারাই সহীহ মুসলিম। যেমনটা পশ্চিম পাকিস্তানিরা ভাবতো।’

এসএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর