রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ক্ষতিগ্রস্ত ভাল্ভ প্রতিস্থাপন, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ০৬:১১ পিএম

শেয়ার করুন:

ক্ষতিগ্রস্ত ভাল্ভ প্রতিস্থাপন, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

রাজধানীর মিরপুর রোডে গণভবনের সম্মুখে ক্ষতিগ্রস্ত ৪ ইঞ্চি ব্যাসের গ্যাস ভাল্ভটি নতুন ভাল্ভ দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আজ শনিবার (১০ জানুয়ারি) বিকেলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে।


বিজ্ঞাপন


তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়, মেরামত কাজ সম্পন্ন হলেও নেটওয়ার্কে গ্যাসের চাপ পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এ সময় কিছু এলাকায় স্বল্পচাপ অনুভূত হতে পারে।

কর্তৃপক্ষ আরও জানায়, নিরাপত্তা নিশ্চিত করতে ও ঝুঁকি এড়াতে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই ভাল্ভ প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চাপ স্বাভাবিক হলে ধাপে ধাপে পূর্ণ সরবরাহ নিশ্চিত করা হবে।

এদিকে সাময়িক ভোগান্তির জন্য সম্মানিত গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে।

এর আগে আজ সকালে রাজধানীর মিরপুর রোডে গণভবনের সম্মুখে বিতরণ লাইনের একটি ৪ ইঞ্চি ব্যাসের ভাল্ভ ফেটে লিকেজ সৃষ্টি হয়েছে। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভাল্ভ বন্ধ করে গ্যাসের চাপ সীমিত করা হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


এমআর/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর