রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেও নির্বাচন কমিশন থেকে প্রার্থিতা ফিরে পেলেন না রেলের টিকিট নিয়ে আন্দোলন করে পরিচিতি পাওয়া মহিউদ্দিন রনি। এতে ইসি থেকেও তাকে শূন্য হাতে ফিরতে হলো। তিনি ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল শুনানির পর তার আবেদন নামঞ্জুর করে ইসি।
বিজ্ঞাপন
এর আগে স্বতন্ত্র প্রার্থী ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের তথ্যে গড়মিলের অভিযোগে রিটার্নিং কর্মকর্তারা রনির মনোনয়নপত্র বাতিল করেন।
মনোনয়নপত্র বাতিলের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের মহিউদ্দিন রনি বলেছিলেন, তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। কারণ হিসেবে তাকে জানানো হয়েছে, নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় এক শতাংশ স্থানীয় ভোটারের স্বাক্ষর জমা দেওয়া হলেও সেগুলোর সত্যতা যাচাই করতে গিয়ে ১০ জনের মধ্যে দুইজন স্থানীয় ভোটারকে খুঁজে পাওয়া যায়নি।
এ অভিযোগের ভিত্তিতেই তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি করে নিষ্পত্তি করবে এসব আবেদন। এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। সেদিনই এবার ভোটে কতজন লড়াইয়ে থাকছে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ হবে। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট হবে ১২ ফেব্রুয়ারি।
বিজ্ঞাপন
এমএইচএইচ/এফএ

