জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আইনশৃঙ্খলা সমন্বয়ে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে একটি সেল স্থাপন করা হয়েছে।
ভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই সমন্বয় সেল চালু থাকবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে।
ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিকের সই করা এ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের যে কোনও নাগরিক নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, অনিয়ম এবং অপপ্রচার সংক্রান্ত অভিযোগ বা তথ্য আইনশৃঙ্খলা সমন্বয় সেলের পাঁচটি ফোন নম্বরে জানাতে পারবেন।
/এএস

