সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার কমিশন এই মামলাটির অনুমোদন দিয়েছে।
অভিযোগ, তারা ভুয়া প্রতিষ্ঠানের নামে ঢাকাস্থ জনতা ব্যাংকের স্থানীয় শাখা থেকে ঋণের আড়ালে ১৩৬ কোটি ৬৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
বিজ্ঞাপন
দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে কোজি অ্যাপারেলস লিমিটেডের নামে ব্যাংক ঋণপত্রের মাধ্যমে আমদানি-রপ্তানি দেখিয়ে অ্যাকমোডেশন বিল তৈরি করে বিপুল অর্থ আত্মসাত করেছেন। প্রতিষ্ঠানটির পরিচালকদের পূর্ব অভিজ্ঞতা ছিল না।
অভিযোগ অনুযায়ী, তারা দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন- বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমান, বেক্সিমকো লিমিটেডের এমডি ওসমান কায়সার চৌধুরী, পরিচালক এ বি সিদ্দিকুর রহমান, মাসুদ ইকরামুল্লাহ খান, এইচ. শামসুদ্দোহা, কোজি অ্যাপারেলস লিমিটেডের এমডি মো. মাহফুজুর রহমান খান, পরিচালক সৈয়দ তানবির এলাহী, ক্রিসেন্ট এক্সেসরিজের এমডি আবু নাঈম মাহমুদ সালেহিন, পরিচালক মো. মোস্তাফিজুর রহমান তানভীর, সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান, সোহেল এফ রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমান, জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
মামলাটি অনুমোদন পাওয়ায় আদালতে দাখিল করা হবে এবং তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

