শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

চতুর্থ দিনে ১৭৪ আপিল ইসিতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম

শেয়ার করুন:

ec
নির্বাচন কমিশন। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের চতুর্থ দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১৭৪টি আপিল আবেদন জমা পড়েছে। মোট আপিল দাঁড়াল ৪৬৯টি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন এ তথ্য জানায়। 


বিজ্ঞাপন


ইসি জানায়, আজ চতুর্থ দিনে ১৭৪টি আপিল আবেদন এসেছে। এ নিয়ে চারদিনে মোট ৪৬৯টি আপিল আবেদন আমরা গ্রহণ করা হয়েছে।

তফসিল অনুযায়ী, ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন গ্রহণ। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

এমএইচএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর