শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

চলতি মাসেই চালু হবে এনআইডি সংশোধন কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম

শেয়ার করুন:

চলতি মাসেই চালু হবে এনআইডি সংশোধন কার্যক্রম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম চলতি মাসে চালু করবে নির্বাচন কমিশন (ইসি)। আশা করা হচ্ছে ১৮ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট প্রিন্টের কাজ শেষ হলে তারপর থেকে শুরু হবে সংশোধন কার্যক্রম।

মঙ্গলবার (৮ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, আমাদের ভোটার তালিকা ও প্রার্থী যাচাইবাছাইয়ের কাজ শেষ হয়েছে। এখন পোস্টাল ব্যালট প্রিন্টের কাজ চলমান রয়েছে। এ প্রিন্টের কাজ চলতি মাসের ১৮ জানুয়ারির মধ্যে শেষ হবে। এরপরই এনআইডি সংশোধন কার্যক্রম চালু করব আমরা।

জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুতে সাময়িকভাবে গত ২৪ নভেম্বর বিকেল ৪টার পর থেকে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে জরুরি সংশোধন সেবা চালু রেখে আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগে সীমিতভাবে সংশোধন কার্যক্রম চালু রাখা হয়।

এমএইচএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর