শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

রেমিট্যান্স পাঠানোর দিনই নগদায়নের নির্দেশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩১ পিএম

শেয়ার করুন:

bank
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স একই দিন বা পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে পূর্ণ বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে আগামী মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো রেমিট্যান্সের বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদ ইলেকট্রনিক মাধ্যমে গ্রাহককে জানাতে হবে।


বিজ্ঞাপন


ব্যাংকিং সময়ের মধ্যে পাওয়া রেমিট্যান্স একই কর্মদিবসে এবং ব্যাংকিং সময়ের পর পাওয়া রেমিট্যান্স পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। 

সংশ্লিষ্টরা বলছেন, আন্তঃসীমান্ত অর্থ পরিশোধ প্রক্রিয়ায় দেরি কমানো এবং দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

টিএই/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর