কারওয়ান বাজারে স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির হত্যার ঘটনায় সন্ত্রাসীরা লোমহর্ষক কর্মকাণ্ড ঘটিয়েছে। প্রথমে সন্ত্রাসীরা ছিন্নমূলের বেশ ধরে সড়কের ফুটপাতে বস্তার ভেতর লুকিয়ে ছিল। এ পথ ধরে স্বেচ্ছাসেবকদল নেতা হেঁটে যাওয়ার সময় বস্তা থেকে বের হয়ে মুহুর্মুহু গুলি করে তাকে হত্যা করা হয়।
বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় কারওয়ান বাজারে স্টার কাবাবের সামনে গুলি করে হত্যার ঘটনা ঘটে।
এ ঘটনার পর একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজে পুরো হত্যাকাণ্ডের পুরো দৃশ্য ধরা পড়েছে। এতে দেখা যায়, স্টার কাবাবের পেছনের গলিতে বস্তা নিয়ে বসেছিল দুই দুর্বৃত্ত, স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরকে দেখামাত্র বস্তা থেকে পিস্তল বের করে পেছন থেকে গুলি করে তারা। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আবার উঠে দৌড়ে পালানোর চেষ্টা করেন মুছাব্বির। এ সময় মুছাব্বিরের ফোন পড়ে যায়। সন্ত্রাসীরা সেই ফোন নিয়েই পালিয়ে যায়।
এ ঘটনায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত মুছাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম।
এ সময় মুছাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামে কারওয়ান বাজারের ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, এ ঘটনায় আমরা আশপাশের সিসিটিভি ক্যামেরা দেখে আসামিদের শনাক্তের কাজ চলছে। আশা করছি খুব শীঘ্রই তাদের গ্রেফতার করতে পারব।
একেএস/এফএ

