শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার প্রতিবাদে কারওয়ান বাজার মোড় অবরোধ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ১১:৪৩ পিএম

শেয়ার করুন:

M

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে কারওয়ান বাজার মোড় অবরোধ করা হয়। 

‎বুধবার (৭ জানুয়ারি) রাত ১১টায় কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে বিক্ষুব্ধরা। এতে কাওরান বাজার মোড়সহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

‎এর আগে রাত ৮টা ৪০ মিনিটের সময় বসুন্ধরা শপিং মলের পেছনে স্টার হোটেলের সামনে মুসাব্বিরকে গুলি করা হয়। তাকে লক্ষ্য করে মোট পাঁচটি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। একটি তার পেটে লেগেছে।


বিজ্ঞাপন


ঘটনার পর মুসাব্বিরকে উদ্ধার করে প্রথমে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় আবু সুফিয়ান নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

‎এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, ‘দুজনকে গুলি করা হয়েছে। এর মধ্যে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বির মারা গেছেন। এ ঘটনার পর একদল বিক্ষুব্ধ জনতা কারওয়ান বাজার মোড় অবরোধ করেছিল। পরে আমরা তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।’

‎একেএস/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর