রাজধানীর কারওয়ান বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। আরেক স্বেচ্ছাসেবক দল নেতা আবু সুফিয়ান মাসুদ গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টায় কারওয়ান বাজার স্টার কাবাবের সামনে মুসাব্বির ও মাসুদকে গুলি করা হয়।
প্রত্যক্ষদশীরা জানান, রাত আটটায় ফার্মগেট পার হয়ে কারওয়ান বাজার স্টার কাবাবের সামনে মোটরসাইকেলে এসে পাঁচ রাউন্ড গুলি করে সন্ত্রাসীরা। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা মোছাব্বির ও কারওয়ানা বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম।
তিনি বলেন, ‘স্টার কাবাবের পাশের গলিতে দুজনকে গুলি করা হয়েছেন। এদের মধ্যে স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির মারা গেছেন। আরেকজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।’
একেএস/এএইচ

