জুলাইয়ের উত্তাল দিনগুলো শুধু রাজপথেই নয়, কলম ও ক্যামেরার ফ্রেমেও লেখা হয়েছে প্রতিরোধের ইতিহাস। সেই ইতিহাসের বার্তাবাহক হিসেবে গণঅভ্যুত্থানের সময় সাহসী ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ ‘জুলাই বার্তাবীর সম্মাননা’ পেলেন জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ঢাকা মেইল-এ কর্মরত তিন সাংবাদিক।
তারা হলেন- ঢাকা মেইলের মাল্টিমিডিয়া বিভাগের ইনচার্জ মো. আব্দুল হামিদ রনি, মাল্টিমিডিয়া রিপোর্টার মো. ইলিয়াস হোসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রেদওয়ান আহমদ।
বিজ্ঞাপন
জুলাই গণঅভ্যুত্থানের সময় মাঠে থেকে, ক্যামেরা ও কলম হাতে এই তিন সাংবাদিক আন্দোলনের বাস্তব চিত্র তুলে ধরেন পাঠকের সামনে।
বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে ‘জুলাই বার্তাবীর সম্মাননা’ তুলে দেওয়া হয়।
আধিপত্যবাদ, রাজনৈতিক আগ্রাসন ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের প্রতীক হিসেবে পরিচিত ‘আগ্রাসন বিরোধী আন্দোলন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে জেএএম সংস্থার সার্বিক সহযোগিতায় প্রায় ১২০০ জন শহীদ, আহত, নির্যাতিত ও আন্দোলনে অবদান রাখা ব্যক্তিকে ‘জুলাই বীর সম্মাননা’ প্রদান করা হয়।
দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে ছিল আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী এবং স্মৃতিচারণা।
বিজ্ঞাপন
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে আয়োজকেরা জানান, এই সম্মাননা ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতিরোধ ও প্রতিবাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও নাগরিক প্রতিনিধিরা।
এসময় জেএএম সংস্থার উপদেষ্টা ও চট্টগ্রাম-৪ আসন থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আসলাম চৌধুরী এফসিএ জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এএইচ

