শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

রাজধানীতে ৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:০৭ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে  ৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেফতার

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও বিপুল পরিমাণ আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিনজন চীনা নাগরিককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাজধানীর মিরপুর এলাকায় এসব আইফোন ও খুচরা যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে আইফোন ও এর যন্ত্রাংশ মজুত ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, রাজধানীতে অবৈধ পণ্য মজুত ও বিক্রির বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। 


বিজ্ঞাপন


গ্রেফতার তিন চীনা নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে উদ্ধারকৃত মোবাইল ফোন ও যন্ত্রাংশগুলো চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছে কি না এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না-তা তদন্ত করে দেখা হচ্ছে।

ডিএমপি জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাতে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত তুলে ধরবেন মিরপুর ডিবির ডিসি মো.  মহিউদ্দিন।
 
এমআইকে/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর