বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সংসদ নির্বাচন: তৃতীয় দিনে আপিল ১৩১ প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ০৭:১১ পিএম

শেয়ার করুন:

ec
নির্বাচন কমিশন। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) ১৩১টি আপিল আবেদন জমা পড়েছে। মোট আপিল দাঁড়াল ২৯৫টি।

বুধবার (৭ জানুয়ারি) ইসির আপিল আবেদন গ্রহণের কেন্দ্রীয় বুথ থেকে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


ইসি জানায়, আজ তৃতীয়দিনে ১৩১টি আপিল আবেদন এসেছে। এ নিয়ে তিনদিনে মোট ২৯৫ টি আপিল আবেদন আমরা গ্রহণ করছি। দ্বিতীয় দিনে ১২২টি ও প্রথমদিন ৪২টি আবেদন জমা পড়েছে। এবার ৭২৩ জন মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।

তফসিল অনুযায়ী, ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন গ্রহণ। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

এমএইচএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর