ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থার সংস্কার, পুলিশের হাতে আটক মোবাইল ফোন ব্যবসায়ীদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের উদ্যোগে মানববন্ধন করা হয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা বলেন, এনইআইআর বাস্তবায়নের ফলে সাধারণ ব্যবহারকারীরা সহজে নিজেদের মোবাইল ফোন পরিবর্তন করতে পারবেন না। ডিরেজিস্ট্রেশন প্রক্রিয়া জটিল হওয়ায় সাধারণ মানুষ সেটি বুঝতেও পারবেন না। পাশাপাশি চুরি বা হারানো মোবাইল ফোন উদ্ধারের ক্ষেত্রেও নতুন করে সংকট তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
তাদের ভাষ্য অনুযায়ী, এনইআইআর ব্যবস্থায় ফোনের সঙ্গে সংশ্লিষ্ট সিম নিষ্ক্রিয় হয়ে গেলে ওই ডিভাইস আর ট্র্যাক করা সম্ভব হবে না। ফলে চুরি বা হারানো ফোন উদ্ধার হওয়ার পরিবর্তে তা যন্ত্রাংশ আকারে বিক্রি হয়ে যাওয়ার ঝুঁকি বাড়বে।
মানববন্ধনে এমবিসিবির নেতারা অভিযোগ করেন, তারা একটি পরিকল্পিত চক্রান্তের শিকার। একটি প্রভাবশালী চক্র সাধারণ মোবাইল ব্যবসায়ীদের আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। ফলে ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন।
বক্তারা দাবি করেন, সরকারের একজন বিশেষ সহকারী তাদের সঙ্গে আলোচনায় এনইআইআর বিষয়ে অন্তত তিন মাস সময় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সে প্রতিশ্রুতি ভঙ্গ করে হঠাৎ করেই এনইআইআর কার্যক্রম চালু করা হয়েছে। যা ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি প্রতারণার শামিল।
বিজ্ঞাপন
মানববন্ধনে বিভিন্ন মার্কেটের মোবাইল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা আটক ব্যবসায়ীদের মুক্তি এবং এনইআইআর সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
একেএস/এএইচ
