ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানির হত্যার বিচার এবং সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের দাবিতে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এই সমাবেশের আয়োজন করে।
বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত কর্মসূচিতে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞাপন
সমাবেশে বক্তব্য দেন- অধিকার-এর পরিচালক নাসির উদ্দিন এলান। তিনি বলেন, সীমান্তে ফেলানিকে কীভাবে হত্যা করা হয়েছে, সেই ঘটনা দেশবাসীর কাছে সুপরিচিত। তবে দীর্ঘ সময় পার হলেও এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আজও নিশ্চিত হয়নি। সীমান্তে একজন নিরস্ত্র নারীকে এভাবে হত্যা করা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সীমান্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সমাজের সব স্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সমাবেশে সীমান্তে নিহত বিভিন্ন ভিকটিম পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা তাদের অভিজ্ঞতা ও ক্ষোভের কথা তুলে ধরেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- অধিকারের গবেষক তাসকিন ফাহমিনসহ সংগঠনটির অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। সমাবেশ থেকে সীমান্তে মানবাধিকার রক্ষা এবং বিচারহীনতার অবসান ঘটানোর দাবি পুনর্ব্যক্ত করা হয়।
এম/এমআই

