বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু, প্রত্যক্ষদর্শীরা বলছেন আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম

শেয়ার করুন:

train
ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু। ছবি: ঢাকা মেইল

রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বয়োবৃদ্ধ এক ব্যক্তির। বুধবার (৭ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ওয়্যারলেস রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধের নাম-ঠিকানা জানা যায়নি।

এদিকে উপস্থিত জনতা হাতিরঝিল থানায় ফোন করে ঘটনাটি জানিয়েছে। তারা মরদেহটি রেললাইন থেকে তুলে পাশে রেখে দিয়েছে। মরদেহ দেখতে ভিড় জমাচ্ছেন পথচারীরা।


বিজ্ঞাপন


রেল ক্রসিংয়ের ক্ষুদ্র দোকানি প্রত্যক্ষদর্শী মো. শহিদুল ঢাকা মেইলকে বলেন, 'লোকটা সম্ভবত আত্মহত্যা করতে পারেন। কারণ, ঘটনার কিছুক্ষণ আগে আরেকটি ট্রেন যাওয়ার সময় তিনি রেললাইনের উপর এসে দাঁড়ান। তখন একজন পথচারী বিষয়টি লক্ষ্য করে তাকে দ্রুত সরিয়ে দেন।'

শহিদুল আরও বলেন, 'পরের ট্রেনটি আসার সাথে সাথে বয়োবৃদ্ধ লোকটি সেটির একেবারে কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েন। সাথে সাথে তিনি ট্রেনের ধাক্কায় লুটিয়ে পড়েন। তার এক পা ট্রেনের নিচে চলে যায়। তিনি ঘটনাস্থলেই মারা যান।'

সরেজমিনে মরদেহটি দেখে মনে হয়েছে, বয়োবৃদ্ধ লোকটি কোনো অভিজাত পরিবারের সদস্য। তিনি চেক শার্ট কালো প্যান্টের সঙ্গে ইন করে পরা। গায়ে কোর্ট, পায়ে কালো রঙের দামি জুতা। চেহারা ফর্সা, ক্লিন সেভ চেহারা।

দুর্ঘটনার খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।


বিজ্ঞাপন


এএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর