রাজধানীর কদমতলী এলাকায় এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে কদমতলীর কুদারবাজার এলাকার আদর্শ সড়কে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত ব্যবসায়ীর নাম মো. শাহাবুদ্দিন। তিনি পরিবার নিয়ে জুরাইন এলাকায় থাকতেন।
নিহতের বড় ভাই মহিউদ্দিন জানান, শাহাবুদ্দিন কদমতলীর জুরাইন এলাকায় ভাঙারি ব্যবসা করতেন। রাতে জানতে পারেন কদমতলির কুদরবাজার এলাকায় কারা যেন চাপাতি দিয়ে তার ভাইকে কুপিয়েছে।
মহিউদ্দিন বলেন, ‘সেখানে গিয়ে শাহাবুদ্দিনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। দ্রুত সেখান থেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।’
কে বা কারা শাহাবুদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানতে পারেননি তার বড় ভাই।
বিজ্ঞাপন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।
একেএস/এমআর

