রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক, চুরি ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম ও হাতিরঝিল থানা এলাকায় সোমবার ও মঙ্গলবার এসব অভিযান পরিচালিত হয়।
ডিএমপি জানায়, মঙ্গলবার উত্তরা পূর্ব থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে দুইজনকে ২০ দিন, দুইজনকে ১৫ দিন, একজনকে ৫ দিন এবং দুইজনকে ৬ মাস ১৫ দিন করে দণ্ড দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
হাতিরঝিল থানার পুলিশ সোমবার নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে রয়েছেন জাকির, মো. রুবেল, নজরুল ইসলাম রাসেল, সাদ্দাম হোসেন নোমান ও সোহান মোল্লাসহ আরও ৯ জন।
এ ছাড়া মঙ্গলবার উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাঁদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা, তিনটি ইয়াবা ও চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।
ডিএমপি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে।
এআর

