রাজধানীর মুগদা থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- জুয়েল (৪০), রেজাউল করিম (৩৫), বেলাল হোসেন (২৫), এহসানুল করিম (২৭), শিপন মিয়া (৩০), কায়েস মাহমুদ জয় (২৬), আব্দুল্লাহ বিন আহম্মেদ (২৭), রুবেল আহসান (২৬), মো. সুমন হোসাইন, সালাউদ্দিন (২৭), ইমরান হোসেন হৃদয় (২৬), জুম্মান মিয়া (২৮) ও আরিফ (২৮)।
বিজ্ঞাপন
মুগদা থানা পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
এমআইকে/এএইচ

