আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রিজাইডিং অফিসার নিয়োগে নতুন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নীতিমালায় এক উপজেলার সব প্রিজাইডিং অফিসারকে অন্য উপজেলায় একযোগে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ভোটগ্রহণ ব্যবস্থাপনায় ভারসাম্য ও স্বচ্ছতা নিশ্চিত করা যায়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।
নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল চূড়ান্ত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলায় যদি প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা না পাওয়া যায়, তবেই কেবল পার্শ্ববর্তী বা নিকটবর্তী উপজেলা থেকে কর্মকর্তা নিয়োগ করা যাবে। কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, কোনো একটি বিশেষ আসনের সব প্রিজাইডিং অফিসারকে অন্য কোনো আসনে একযোগে নিয়োগ দেওয়া যাবে না।
গত ২৯ ডিসেম্বর পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো একটি চিঠির প্রেক্ষিতে এই নির্দেশনা দেয় ইসি।
তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে প্রার্থীদের মনোনয়ন সংক্রান্ত আপিল আবেদন। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
এমএইচএইচ/ক.ম

