বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

একই নির্বাচনি এলাকায় একাধিক প্রার্থীর নাম এক হলে করণীয় জানাল ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম

শেয়ার করুন:

EC
একই নির্বাচনি এলাকায় একাধিক প্রার্থীর নাম এক হলে করণীয় জানাল ইসি। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একই নির্বাচনি এলাকায় একাধিক প্রার্থীর নাম এক হলে সে ক্ষেত্রে করণীয় বিষয়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ নির্দেশনা সকল রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। 


বিজ্ঞাপন


এ নির্দেশনায় ইসি জানায়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা (ফরম–৫) প্রস্তুতের ক্ষেত্রে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৭(২) অনুযায়ী প্রার্থীদের নাম বাংলা বর্ণানুক্রমে সাজিয়ে তাদের প্রত্যেকের বিপরীতে বরাদ্দকৃত প্রতীক উল্লেখ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যদি কোনো নির্বাচনি এলাকায় একাধিক প্রার্থীর নাম একই হয়, তাহলে প্রার্থীর পিতার নাম, স্বামীর নাম বা মাতার নাম বিবেচনায় নিয়ে পৃথকভাবে তালিকাভুক্ত করতে হবে। প্রয়োজনে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯(১) অনুযায়ী প্রতীকের ক্রমানুসারও পর্যায়ক্রমে বিবেচনায় নেওয়া হবে।

এই প্রক্রিয়া অনুসরণ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত করে ফরম–৫ প্রস্তুত ও প্রেরণের সিদ্ধান্ত দিয়েছে কমিশন।

তফসিল অনুযায়ী, ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।


বিজ্ঞাপন


এমএইচএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর