মোবাইল ফোনের এনইআইআর সেবা গ্রহণে সবাইকে বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটি জানিয়েছে, এনইআইআর–সংক্রান্ত সকল সেবা গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করতে হবে।
বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়, এনইআইআর সেবা গ্রহণের জন্য কেবলমাত্র https://neir.btrc.gov.bd ওয়েবসাইটটি ব্যবহার করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হচ্ছে। নির্ধারিত এই ওয়েবসাইট ছাড়া অন্য কোনো অননুমোদিত ওয়েবসাইট বা লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভ্রান্তিকর কোনো লিংকের মাধ্যমে এনইআইআর সেবা নিতে গিয়ে কোনো ধরনের ফি প্রদান করা থেকে বিরত থাকতে হবে। কারণ এনইআইআর–সংক্রান্ত সকল সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। অননুমোদিত লিংক ব্যবহারে প্রতারণার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছে বিটিআরসি।
এম/এফএ

