বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বিদ্যুৎ উপদেষ্টার প্রশংসায় ভাসলেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম

শেয়ার করুন:

ধর্ম উপদেষ্টা খালিদ হোসেনের প্রশংসায় ভাসছেন বিদ্যুৎ উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেনের সততা, দক্ষতা ও মানবিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি খালিদ হোসেনকে একজন অসাধারণ সহকর্মী হিসেবে উল্লেখ করেন।


বিজ্ঞাপন


ফেসবুক পোস্টে মুহাম্মদ ফওজুল কবির খান লেখেন, উপদেষ্টা পরিষদে যোগ দেওয়ার পর এমন কিছু সহকর্মীর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, যাদের সঙ্গে আগে কোনো পরিচয় ছিল না। উপদেষ্টা পরিষদে না এলে তাদের সঙ্গে পরিচয়ের সৌভাগ্যও হতো না।

ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন সম্পর্কে তিনি বলেন, খালিদ ভাই একজন ধার্মিক আলেম, কিন্তু তার মধ্যে বিন্দুমাত্র গোঁড়ামি নেই। তিনি মিতভাষী এবং আপাদমস্তক একজন সৎ মানুষ।

হজ ব্যবস্থাপনার প্রসঙ্গ টেনে বিদ্যুৎ উপদেষ্টা লেখেন, ধর্ম মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো প্রতিবছর হজযাত্রীদের সেবা নিশ্চিত করা। অতীতে হজ ব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগ থাকলেও সর্বশেষ হজে ব্যতিক্রমী সাফল্য এসেছে। হজ শেষে অনেক যাত্রী খালিদ হোসেনের সঙ্গে দেখা করে বলেছেন, এমন সুন্দর ব্যবস্থাপনা আগে কখনও দেখিনি।

পোস্টে আরও উল্লেখ করা হয়, হজ সম্পন্ন করে দেশে ফিরে যাত্রীরা এক অভূতপূর্ব চমকের মুখোমুখি হন। তুলনামূলক কম খরচে হজ পালন করার পাশাপাশি প্রত্যেক হজযাত্রী ২০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত ফেরত পেয়েছেন, যা দেশের হজ ব্যবস্থাপনার ইতিহাসে নজিরবিহীন ঘটনা।


বিজ্ঞাপন


পোস্টের শেষাংশে মুহাম্মদ ফওজুল কবির খান দোয়া করে লেখেন, আল্লাহ যেন জাতির জন্য ধর্ম উপদেষ্টা খালিদ হোসেনের খেদমত কবুল করেন এবং তাকে উত্তম পুরস্কারে ভূষিত করেন।

এমআর/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর