বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ১২:৪৩ পিএম

শেয়ার করুন:

Dhakamail
গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার। ছবি: ঢাকা মেইল

রাজধানীর গুলশান এলাকায় অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ রাকিব হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান। 

গ্রেফতারকৃত মো. রাকিব হোসেন রংপুর জেলার পীরগাছা থানার পরান গ্রামের বাসিন্দা। তার বাবা নাম মৃত আলাল হোসেন। বর্তমানে তিনি ঢাকার ভাটারা থানার শাহজাদপুর এলাকার খিলবাড়ীরটেক এলাকায় বসবাস করছিলেন।


বিজ্ঞাপন


তিনি জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে কয়েকজন মাদক ব্যবসায়ী গুলশান থানা এলাকা দিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ নিয়ে গুলশান-১ থেকে মহাখালীর দিকে যাচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে। অভিযানকালে গুলশানের ৮ নম্বর রোড এলাকায় একটি পিকআপ ভ্যান রেখে কয়েকজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

তিনি আরও জানান, এসময় র‍্যাব সদস্যদের সহায়তায় মো. রাকিব হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ৫৪০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমআইকে/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর