রাজধানীর পল্লবী এলাকা থেকে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র এবং মাদকসহ চারজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি।
বিজ্ঞাপন
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি চৌকস দল রাজধানীর পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চারজন কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য সম্পর্কে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
এ বিষয়ে পরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিস্তারিত তুলে ধরবেন র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবির।
এমআইকে/এফএ

