শরীফ ওসমান হাদিকে হত্যার বিচারসহ চার দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা করেছে তার প্রতিষ্ঠিত ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (৬ জানুয়ারি) শহীদ ওসমান হাদি চত্ত্বরে (শাহবাগ) এই কর্মসূচি পালিত হবে।
সোমবার (৫ জানুয়ারি) রাতে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক একাউন্টে এই কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞাপন
সংগঠনটি জানায়, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার রূপকার ও জুলাই জজবার প্রাণ শহীদ ওসমান হাদির হত্যার বিচারসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করা হবে।
ইনকিলাব মঞ্চের ডাকে আয়োজিত এ কর্মসূচি মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হবে। শাহবাগের শহীদ হাদি চত্বর থেকে এই মার্চের সূচনা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
আয়োজকদের মতে, শহীদ ওসমান হাদি ছিলেন দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আপসহীন এক কণ্ঠ। তার হত্যাকাণ্ডের বিচার দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় জনমনে ক্ষোভ ও হতাশা বাড়ছে। এই প্রেক্ষাপটে ইনসাফ ও ন্যায়বিচারের দাবিকে আরও জোরালো করতেই এই কর্মসূচির আয়োজন।
মার্চ ফর ইনসাফে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ছাত্র-যুবক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। কর্মসূচির মাধ্যমে শহীদ হাদির আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি রাষ্ট্রের সর্বোচ্চ মহলে পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।
বিজ্ঞাপন
শরীফ ওসমান হাদি একজন জুলাই যোদ্ধা। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত ছিলেন।
গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারকালে সন্ত্রাসীদের গুলিতে আহত হন হাদি। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু গোটা জাতিকে নাড়িয়ে দেয়।
এমআর/এএইচ

