বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় গঠিত হচ্ছে ডিএনসিসির স্টিয়ারিং কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম

শেয়ার করুন:

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় গঠন হচ্ছে ডিএনসিসির স্টিয়ারিং কমিটি
ডিএনসিসির ত্রয়োদশ কর্পোরেশন সভা। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন পার্ক, খেলার মাঠ ও গণপরিসরে নাগরিকদের অবাধ প্রবেশ নিশ্চিত করা এবং এসব স্থাপনার সঠিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ তদারকির লক্ষ্যে ৯ সদস্যের একটি স্টিয়ারিং কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) গুলশান নগর ভবনে অনুষ্ঠিত ডিএনসিসির ত্রয়োদশ কর্পোরেশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়, ডিএনসিসির ৫২টি ওয়ার্ডে অবস্থিত মোট ১০৬টি পার্ক, খেলার মাঠ ও গণপরিসর নিয়মিতভাবে সঠিকভাবে পরিচালিত ও রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না তা তদারকির জন্য এই স্টিয়ারিং কমিটি গঠন করা হবে।


বিজ্ঞাপন


ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ঢাকা শহরের পার্ক ও খেলার মাঠ বিভিন্ন মালিকানা ও ব্যবস্থাপনায় পরিচালিত হওয়ায় অব্যবস্থাপনা ও দখলের সমস্যা তৈরি হচ্ছে। এ সমস্যা নিরসনে পার্ক ও মাঠ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে একটি সমন্বিত প্ল্যাটফর্মে আনার লক্ষ্যে স্টিয়ারিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, স্টিয়ারিং কমিটি প্রতি মাসে একবার পার্ক, খেলার মাঠ ও গণপরিসরের সার্বিক অবস্থা সম্পর্কে কর্পোরেশনে প্রতিবেদন দাখিল করবে। পাশাপাশি এসব স্থাপনার নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা তদারকি করা হবে এবং সব শ্রেণি-পেশার মানুষের অবাধ প্রবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কোনো ক্লাব বা বাণিজ্যিক প্রতিষ্ঠান যেন পার্ক ও মাঠ দখল করতে না পারে, সে বিষয়েও কমিটি নজরদারি করবে।

সভায় আরও জানানো হয়, ডিএনসিসি প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এক জরিপে দেখা গেছে, সিটি কর্পোরেশনের আওতায় মোট ১০৬টি পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রয়েছে। এর মধ্যে ৩৭টি সরাসরি ডিএনসিসির মালিকানাধীন, ১৭টি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এবং অবশিষ্টগুলো অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার মালিকানাধীন। কিছু মাঠ ও গণপরিসর বিভিন্ন স্কুল ও কলেজ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।

স্টিয়ারিং কমিটিতে সিটি কর্পোরেশনের পাশাপাশি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, গণপূর্ত অধিদপ্তর বা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন এবং নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে আমিনুর রসুল, জাকিয়া শিশির, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও মো. হাফিজুর রহমান ময়নাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।


বিজ্ঞাপন


এছাড়া ডিএনসিসির ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সংশ্লিষ্ট এলাকার প্রতিটি পার্ক ও খেলার মাঠ স্থানীয়দের সমন্বয়ে গঠিত নাগরিক কমিটি বা সোসাইটির মাধ্যমে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কমিটি অবাধ প্রবেশ, নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে এবং স্টিয়ারিং কমিটি তাদের মাধ্যমে সার্বিক কার্যক্রম তদারকি করবে।

সভায় আরও জানানো হয়, নগরীর কিছু খেলার মাঠ স্কুল ও কলেজের মালিকানাধীন হওয়ায় বিকালবেলায় স্থানীয় বাসিন্দারা যেন সেগুলো ব্যবহার করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে স্টিয়ারিং কমিটি।

উল্লেখ্য, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী পার্ক, খেলার মাঠ, উন্মুক্ত স্থান ও উদ্যান সংরক্ষণ, নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনের ওপর ন্যস্ত রয়েছে। ডিএনসিসির মালিকানাভুক্ত নয়, কিন্তু আওতাধীন এমন পার্ক ও মাঠের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় সমাজসেবক এবং ডিএনসিসির প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করে উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হবে, যাতে এসব গণপরিসর নাগরিকদের জন্য আরও ব্যবহারবান্ধব হয়ে ওঠে।

এএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর