বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ট্রাভেল এজেন্সি খাতে অধ্যাদেশ জারি, প্রতারণা রোধে দৃঢ় অবস্থান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম

শেয়ার করুন:

travel
ফাইল ছবি

ট্রাভেল এজেন্সি খাতে দীর্ঘদিনের অনিয়ম, প্রতারণা ও গ্রাহক হয়রানি বন্ধে সরকার ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ২০২৬ জারি করেছে। গত ১ জানুয়ারি অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশ করা হয়। 

এর মাধ্যমে ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন- ২০১৩ সংশোধন করে অনলাইন ও অফলাইন উভয় ধরনের ট্রাভেল এজেন্সির কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নিয়ন্ত্রিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৫ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

মন্ত্রণালয় সূত্র জানায়, আকাশপথে যাত্রী পরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করা, টিকিটের ন্যায্যমূল্য বাস্তবায়ন, গ্রাহকসেবা উন্নয়ন এবং সাধারণ যাত্রী ও প্রবাসী কর্মীদের বিদেশগমনে হয়রানি রোধই এই অধ্যাদেশের মূল উদ্দেশ্য। 

বিশেষ করে অনলাইন ট্রাভেল এজেন্সির মাধ্যমে সংঘটিত সাম্প্রতিক বড় ধরনের প্রতারণার ঘটনায় সরকারের নীতিনির্ধারকদের মধ্যে কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দেয়।

২০২৫ সালের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত সময়ে কয়েকটি অনলাইন ট্রাভেল এজেন্সি বিপুল অঙ্কের গ্রাহকের অর্থ আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ সময় ফ্লাইট এক্সপার্ট, এফইবিডি, মক্কা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ফ্লাই ফার ইন্টারন্যাশনালসহ একাধিক ট্রাভেল ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। 


বিজ্ঞাপন


এছাড়া চটকদার বিজ্ঞাপন, ভুয়া বুকিং, অতিরিক্ত ভাড়া আদায় এবং অভিবাসী শ্রমিকদের কাছ থেকে অযৌক্তিক মূল্যে টিকিট বিক্রির অভিযোগ সরকারের দৃষ্টি আকর্ষণ করে।

নতুন অধ্যাদেশে এসব অনিয়ম বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান যুক্ত করা হয়েছে। অনলাইন ট্রাভেল এজেন্সির জন্য ব্যাংক গ্যারান্টির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১ কোটি টাকা, আর অফলাইন এজেন্সির জন্য তা ১০ লাখ টাকা। 

সরকারের ব্যাখ্যা অনুযায়ী, অনলাইন এজেন্সিগুলোর লেনদেনের পরিমাণ বেশি এবং অগ্রিম অর্থ সংগ্রহের ঝুঁকিও বেশি হওয়ায় গ্রাহক সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, এখন থেকে টিকিটে বাধ্যতামূলকভাবে ট্রাভেল এজেন্সির নাম, নিবন্ধন নম্বর ও টিকিটের প্রকৃত মূল্য উল্লেখ করতে হবে। এতে গ্রাহক সহজেই দায়ী এজেন্সি শনাক্ত করতে পারবেন এবং ভবিষ্যতে প্রতারণার ঝুঁকি কমবে। 

পাশাপাশি ভুয়া বা ফলস বুকিং দিয়ে আসন আটকে রাখা, জিডিএস বা এয়ারলাইন্স সিস্টেমের আইডি-পাসওয়ার্ড শেয়ার এবং অনুমোদনহীন উৎস থেকে টিকিট সংগ্রহকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নতুন আইনে প্রবাসী কর্মীদের টিকিটিংয়ের ক্ষেত্রে বিশেষ সুরক্ষা বিধান যুক্ত করা হয়েছে। তৃতীয় দেশ থেকে টিকিট ক্রয়-বিক্রয়, গ্রুপ বুকিংয়ে যাত্রীর তথ্য পরিবর্তন, কনসলিডেটেড পেমেন্টের মাধ্যমে অর্থ আদায় এবং টিকিটে প্রয়োজনীয় তথ্য না থাকার মতো অনিয়মগুলোকে শাস্তিযোগ্য অপরাধের আওতায় আনা হয়েছে। 

সরকারের ধারণা, এতে প্রবাসী কর্মীরা সহজেই প্রতারণা থেকে রক্ষা পাবেন।

অগ্রিম অর্থ আদায়ের বিষয়েও কঠোর অবস্থান নিয়েছে সরকার। বড় এজেন্সিগুলোর মাধ্যমে ছোট এজেন্সি বা গ্রাহকদের কাছ থেকে ক্যাশব্যাক ও লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে অগ্রিম অর্থ সংগ্রহকে অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন অধ্যাদেশে যেকোনো ধরনের অগ্রিম অর্থ আদায়কে দণ্ডনীয় অপরাধ ঘোষণা করা হয়েছে।

শাস্তির বিধানেও এসেছে কঠোরতা। অধ্যাদেশ লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। গুরুতর অপরাধের ক্ষেত্রে নিবন্ধন সনদ সাময়িক স্থগিত বা বাতিলের পাশাপাশি জনস্বার্থে অভিযুক্ত ব্যক্তির দেশত্যাগে সাময়িক নিষেধাজ্ঞার ব্যবস্থাও রাখা হয়েছে।

সরকার মনে করছে, ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ২০২৬ বাস্তবায়নের মাধ্যমে ট্রাভেল এজেন্সি খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, ভোক্তা ও প্রবাসী কর্মীদের আস্থা বাড়বে এবং সৎ ব্যবসায়ীরা আরও নিরাপদ ও সম্মানজনক পরিবেশে ব্যবসা পরিচালনা করতে পারবেন। 

সরকারের লক্ষ্য, কোনো ব্যবসা বন্ধ করা নয়, বরং একটি স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন ভ্রমণ ও পর্যটন খাত গড়ে তোলা।

এমআর/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর