মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ঢাকা

রাজধানীতে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, বিপুল স্বর্ণ ও রুপা লুট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ০১:০৫ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, বিপুল স্বর্ণ ও রুপা লুট

‎রাজধানীর মোহাম্মদপুরে জুয়েলারি দোকানের সাটার ও কলাপসিবল গেট খুলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় দোকানে থাকা ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা এবং নগদ চার লাখ টাকা নিয়ে যায় চোর চক্রের সদস্যরা।

‎সোমবার (৫ জানুয়ারি) ভোর ৩টায় মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং বাজারের নিউ রানা জুয়েলার্স দোকানে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৩টা ২১ মিনিটে একদল চোর দোকানের ভেতরে ঢুকে গ্লাস ভেঙে সিন্দুক নিয়ে বেরিয়ে যায়। তারা বেশ কিছুক্ষণ ভেতরে অপেক্ষা করে; এরপর একটি পিকআপে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে যায়।

‎দোকান মালিক মাসুদ রানা বলেন, গতকাল রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। এরপর আজ সকাল ১০টায় দোকান খোলার সময় দেখি কেচি গেটের তালা ও সাটারের তালা ভেঙে রাখা। এরপর ভেতরে ঢুকে দেখি আমার স্বর্ণের দোকান ভাঙচুর করে সিন্দুকসহ সকল স্বর্ণ ও রুপা নিয়ে গেছে। এখন পর্যন্ত আমার ৫০ ভরি নিজের স্বর্ণ ও বন্ধকি ২০ ভরি স্বর্ণ রাখা ছিল। এ ছাড়া ৬০০ ভরি রুপা এবং স্বর্ণ ও রুপা কেনার রশিদ সিন্দুকসহ নিয়ে গেছে তারা। ৭০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা। ৬০০ ভরি রুপার মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা এবং নগদ চার লাখ টাকা নিয়ে গেছে তারা।

‎বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, চুরির বিষয়টি আমরা জানতে পেরেছি। ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়ে আমাদের পুলিশের একাধিক টিম কার্যক্রম শুরু করেছে। আশা করছি খুব শীঘ্রই চোর চক্রের সদস্যদের গ্রেফতার করতে পারব।

একেএস/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর