সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নির্বাচনে পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ পিএম

শেয়ার করুন:

নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে দায়িত্ব পালনকালে পুলিশ হবে জনগণের আস্থার প্রতীকএমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মাঠে থাকা প্রত্যেক পুলিশ সদস্যকে নিরপেক্ষতা ও পেশাদারত্বের সর্বোচ্চ মান বজায় রাখতে হবে।


বিজ্ঞাপন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজধানীর রাজারবাগে ডিএমপি ট্রেনিং একাডেমিতে ২৩তম ব্যাচের প্রশিক্ষণের মহড়া ও প্রস্তুতি পর্যবেক্ষণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগ।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। এই দায়িত্ব পালনে পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনকালীন সময়ে মাঠে থাকা প্রতিটি পুলিশ সদস্যই জনগণের আস্থার প্রতিনিধিত্ব করবে। তাই পুলিশকে অবশ্যই সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, ব্যক্তিগত সততা, দায়িত্ববোধ ও পেশাদার আচরণ বজায় রেখেই পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে উদ্ভূত যেকোনো পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলার জন্য প্রস্তুত থাকার ওপরও গুরুত্ব দেন তিনি।


বিজ্ঞাপন


ডিএমপি ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্স বর্তমানে ২৩তম ব্যাচে পৌঁছেছে। এ পর্যন্ত ১৮ হাজার ১৫০ জন পুলিশ সদস্য এই প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ডিএমপির ১৯টি ভেন্যুতে ২৮টি ব্যাচে মোট ২৪ হাজার ৩৪২ জন পুলিশ সদস্যকে আধুনিক নির্বাচনি প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে দুপুর ১২টা ১০ মিনিটে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজারবাগ পুলিশ লাইনস ত্যাগ করেন।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর