জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের লাশ উত্তোলনের পর শনাক্তকরণ কার্যক্রম এবং এর ফলাফল উপস্থাপন করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (৪ জানুয়ারি) বিকেলে সিআইডির (মিডিয়া) অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
আবু তালেব জানান,আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ও স্বাস্থ্য, পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা সায়েদুর রহমান এবং ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ (আইজিপি) বাহরুল আলম ও সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
একেএস/ক.ম

