সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সোমবার থেকে সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম

শেয়ার করুন:

S
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয়। ফাইল ছবি

আগামীকাল (সোমবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এলাকা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকা) যেকোনো প্রকার সভা, সমাবেশ, গণ-জমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 


বিজ্ঞাপন


এতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে নানা দাবিতে প্রতিদিনই উত্তাল থাকে রাজধানী ঢাকা। দাবি আদায় না হলেই আন্দোলনকারীরা ছুটে যায় সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে। ঘোরাওয়ের হুঁশিয়ারিও দেয়।

এসবের জেরে এর আগেও কয়েক দফা প্রধান উপদেষ্টার বাসভবন, সচিবালয় ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ এবং যেকোনো গণ-জমায়েতের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। একই নিষেধাজ্ঞা দেওয়া হলো আরও একবার।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর