পুলিশের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের আশ্বাস পাওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নিয়েছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে আসামিদের গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবিতে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ের উদ্দেশে রওনা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।
বিজ্ঞাপন
সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া ছয় সদস্যের প্রতিনিধি দলে আছেন-এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাজাল মাহমুদ, রাফি, সাইফুল ও শরীফ এবং প্রথম বর্ষের শিক্ষার্থী নিলিহা ও আরিফুল।
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া ফাজাল মাহমুদ বলেন, ‘আমরা আমাদের সহপাঠীর বিচার নিশ্চিত ও আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের জন্য সচিবালয়ে যাচ্ছি। সেখানে দাবি অনুযায়ী কাজ না হলে আমরা আগামীকাল আবার সড়ক অবরোধ করব।’ তখন প্রতিনিধি দলের অন্য সদস্যরাও একই দাবি জানান।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা তাদের সহপাঠীর বিচার চেয়েছে। আমরা তাদের সর্বোচ্চ সহায়তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তারা তাদের সহপাঠীর বিচারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে কথা বলতে গেছে। আশা করছি, সেখানে একটা ফলপ্রসু আলোচনা হবে।
একেএস/এমআর

