সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

শিক্ষার্থী হত্যা: তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ১১:১৭ এএম

শেয়ার করুন:

‎তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

তেজগাঁও কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যা মামলার আসামিদের গ্রেফতার না করাসহ মামলার কোনো অগ্রগতি না থাকায় এর প্রতিবাদে ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। তাদের সড়ক অবরোধকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে তারা জড়ো হয়ে সড়ক অবরোধ করে।

‎এদিকে, শিক্ষার্থীদের সড়ক অবরোধকে কেন্দ্র করে ফার্মগেটসহ আশপাশের পুরো এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। ফার্মগেট, কারওয়ান বাজার, বিজয় সরণিসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। সপ্তাহের প্রথম দিন হওয়ায় অফিসগামীরা বেশি বিপাকে পড়েছেন।

‎আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের সহপাঠীকে হত্যার ঘটনায় আসামিদের এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। আসামিরা রাজনৈতিক নেতাকর্মী হওয়ায় তাদের গ্রেফতার করা হচ্ছে না। এ ছাড়াও হত্যার ঘটনায় মামলা তুলে নিতে বিভিন্ন জায়গা থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে। এজন্য তারা বিচারের জন্য সড়ক অবরোধ করেছে। আজকের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার না করলে তারা সড়ক থেকে অবরোধ ছাড়বে না বলে হুঁশিয়ারি দিয়েছে।

‎এ ঘটনায় তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। তাদেরকে সড়ক ছেড়ে দেওয়ার জন্য বলেছি। কর্মদিবস হওয়ায় অনেক অফিসগামীরা ভোগান্তিতে পড়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে কলেজের সামনে নেওয়ার চেষ্টা করছি।

‎একেএস/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর