সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ঢাকার ২০টি আসনে ১৬১ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৮১ জনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ১০:০১ পিএম

শেয়ার করুন:

EC
প্রতীকের সাইজ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনে ২৩৮ জন প্রার্থীর মধ্যে ১৬১ জনের মনোনয়নপত্র বৈধ। বাতিল হয়েছে ৮১ জনের। এছাড়া একজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। 
 
শনিবার (০৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তারা ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা জেলা প্রশাসক ও ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনোনয়নপত্র বাছাই করে এমন সিদ্ধান্ত দেন।
 
পৃথক তিনজন রিটার্নিং কর্মকর্তা তাদের দফতরে ঢাকার মোট ২০টি আসনের  ২৩৮টি মনোনয়নপত্র সকাল ১০ থেকে বাছাই করেন। এতে ১৬১ জনের মনোনয়নপত্র বৈধ, ৮১ জনের মনোনয়নপত্র বাতিল এবং একজনের স্থগিত হয়।
 
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
 
এমএইচএইচ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর