বাসায় ঢুকে চুরির করার সময় চোরকে দেখে ঝাপটে ধরেন বৃদ্ধ গৃহকর্তা। এরপর চোর তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় তিনি মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহজাদপুরের গুলবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম এবি এম শফিউল হক (৬০)। তিনি শাহজানপুর থানা এলাকার ৩৫০ নম্বর গুলবাগের স্থায়ী বাসিন্দা মৃত ইমদাদুল হকের ছেলে।
নিহতের ছেলে সামিউল হক বলেন, আমার বাবার বয়স হওয়ায় তিনি বাসায় বসে জীবনযাপন করতেন। আজ শনিবার দুপুরের দিকে এক চোর আমাদের বাসায় ঢুকে। বিষয়টি আমার বাবা টের পেয়ে চোরকে ঝাপটে ধরেন। এ সময় চোরের সঙ্গে আমার বাবার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে বাবাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে চোর পালিয়ে যায়। এ সময় বাবা মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।
সামিউল জানান, পরে বিষয়টি জানতে পেরে তারা শফিউল হককে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা শাজাহানপুর থানা পুলিশকে জানিয়েছি।
একেএস/ক.ম

