সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মোহাম্মদপুরে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম

শেয়ার করুন:

মোহাম্মদপুরে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের সাত সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

‎শুক্রবার (২ জানুয়ারি) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।‎


বিজ্ঞাপন


‎গ্রেফতারকৃতরা হলেন- ইকবাল হোসেন, মিঠুন মির্দা, মো. আলী, নূরনবী ইসলাম, মো. সুমন, মো. রব্বি ও মো. শাকিল।

জানা যায়, রায়েরবাজার এলাকায় আর্মি ক্যাম্প থেকে একটি টহল দল রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রথমে কিশোর গ্যাংয়ের দুই সদস্য ইকবাল ও মিঠুন মির্দাকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যমতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান লাউতলা থেকে আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্ত্র ব্যবহার করে তারা ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও ছিনতাই করত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎একেএস/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর