রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় কাভার্ড ভ্যানের চালক মো. আবু নাসের ওরফে সোহাগ (২৮)–কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–৩। গ্রেফতার হওয়া আবু নাসেরের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ইয়ারপুর গ্রামে। তাঁর পিতার নাম মো. কবির হোসেন।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানচালক মো. আবু নাসের ওরফে সোহাগকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
র্যাব জানায়, নববর্ষের রাতে রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত নায়েক মো. রুবেল হক মোটরসাইকেলে করে মালিবাগ থেকে সবুজবাগগামী পথে খিলগাঁও ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খিলগাঁওয়ের এপেক্স ভবনের সামনে ফ্লাইওভারের ওপর একই দিক থেকে বেপরোয়া ও দ্রুতগতিতে আসা একটি ছয় চাকা বিশিষ্ট কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট–১৩–৩৪২৫) পেছন দিক থেকে তাঁর মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেলআরোহী নায়েক রুবেল হক ফ্লাইওভারের ওপর ছিটকে পড়েন এবং কাভার্ড ভ্যানের চাকার নিচে পড়ে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বৃহস্পতিবার খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এমআইকে/এআর

