ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গত এক সপ্তাহে অভিযান চালিয়ে ১৫৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, পেট্রলবোমা, ককটেল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিট অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে রাজধানী ও দেশের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
আইএসপিআর জানিয়েছে, অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং ও চোরাকারবারিসহ মোট ১৫৭ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২২৮ রাউন্ড গোলাবারুদ, ১০টি পেট্রলবোমা, কিছু ককটেল, মাদকদ্রব্য ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এআর

