ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম উদ্বোধনের সময় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে হামলা করে ভাঙচুর করেছে একদল লোক। তবে, পুলিশের দাবি, ভাঙচুর করা ব্যক্তিরা মোবাইল ব্যবসায়ী।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিটিআরসি ভবনে ইট-পাটকেল ছুঁড়ে ভবনে ভাঙচুর চালানো হয়।
বিজ্ঞাপন
এ সময় সড়কে থাকা বিটিআরসির একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বাহির থেকে আসা কিছু মোবাইল ব্যবসায়ী আন্দোলন করে বিটিআরসি ভবনে ভাঙচুর করেছে। এ সময় আমরা ও সেনাবাহিনী মিলে কয়েকজনকে গ্রেফতার করেছি। তবে, এদের মধ্যে যারা জড়িত তাদের যাচাইবাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একেএস/এফএ

