বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

রাজধানীতে বিটিআরসি ভবন ভাঙচুর, কয়েকজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে বিটিআরসি ভবন ভাঙচুর, কয়েকজন গ্রেফতার

‎ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম উদ্বোধনের সময় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে হামলা করে ভাঙচুর করেছে একদল লোক। তবে, পুলিশের দাবি, ভাঙচুর করা ব্যক্তিরা মোবাইল ব্যবসায়ী।

‎‎বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিটিআরসি ভবনে ইট-পাটকেল ছুঁড়ে ভবনে ভাঙচুর চালানো হয়।


বিজ্ঞাপন


‎‎এ সময় সড়কে থাকা বিটিআরসির একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

‎‎এ বিষয়ে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বাহির থেকে আসা কিছু মোবাইল ব্যবসায়ী আন্দোলন করে বিটিআরসি ভবনে ভাঙচুর করেছে। এ সময় আমরা ও সেনাবাহিনী মিলে কয়েকজনকে গ্রেফতার করেছি। তবে, এদের মধ্যে যারা জড়িত তাদের যাচাইবাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‎‎একেএস/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর