রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায় গভীর রাতে মো. শিপন (২৪) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিজ্ঞাপন
নিহত মো. শিপন হাজারীবাগের বড় মসজিদ এলাকার বাসিন্দা মো. শাহ আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহতের মাথায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। এছাড়া তার বাম হাতের কব্জি কাটা, বাম হাতের কনিষ্ঠ আঙুল ও তার পাশের আঙুলের উপরের অংশ বিচ্ছিন্ন, ডান পায়ের হাঁটুর বরাবর ধারালো অস্ত্রের কোপ এবং বাম পায়ের হাঁটুর নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শীল জানান, খবর পেয়ে রাতে হাজারীবাগের ঝাউচর এলাকার সিয়াম স্কুলের গলিতে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, কে বা কারা ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে গেছে। প্রাথমিকভাবে তা জানা যায়নি। এ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
একেএস/এমআই

