আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার তাগিদ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন শেষ না হলে তারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন বলে জানিয়েছে কমিশন। ইতোমধ্যে সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন করতে সকল রিটার্নিং কর্মকর্তাকে এ চিঠি পাঠানো হয়েছে।
সম্প্রতি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটার, দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা/কর্মচারী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারী ও আইনি হেফাজতে আটক ব্যক্তিদেরকে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট প্রদানের নিমিত্ত রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৫ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে। উল্লিখিত সময়সীমার মধ্যে ইতোমধ্যে প্রস্তুতকৃত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেলভুক্ত সকল কর্মকর্তা/কর্মচারীকে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট প্রদানের নিমিত্ত রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ ব্যাপারে প্যানেলভুক্ত ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্বুদ্ধ করার জন্য প্রয়োজনীয় প্রচারের ব্যবস্থা করতে হবে।
এতে আরও বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯(১খ) এ রয়েছে- ‘(১ক) প্যানেল প্রস্তুত হইবার পর, রিটার্নিং অফিসার উহার একটি অনুলিপি যে সকল অফিস, প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা ও কর্মচারীগণ উক্ত তালিকায় অর্ন্তভুক্ত হইয়াছেন তাহাদের প্রধানগণের নিকট উক্ত কর্মকর্তা ও কর্মচারীগণকে নির্বাচনকার্যে নিয়োজিত করিবার জন্য তাহাদের চাকরি কমিশনের নিয়ন্ত্রণে ন্যস্ত করিবার অনুরোধসহ প্রেরণ করিবেন এবং প্যানেলের একটি অনুলিপি কমিশনের নিকটও প্রেরণ করিবেন।’
এতে আরও বলা হয়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্যানেলে অন্তর্ভুক্ত ভোটগ্রহণ কর্মকর্তাদের সংশ্লিষ্ট অফিস/প্রতিষ্ঠান/সংস্থার প্রধানদের অবহিতকরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট প্রদানের নিমিত্ত রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্নের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের সময় ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
বিজ্ঞাপন
এমএইচএইচ/এএস

