সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশে শোকের মাতম চলছে। এই সময়ে থার্টি পাস্ট নাইটে আতজবাশি ও সব সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ করে কড়া নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
তবে এ নির্দেশনা উপেক্ষিত করে রাজধানীর বিভিন্ন এলাকায় আলোকসজ্জায় সাজানো হয়েছে বাড়ির ছাদ। প্রস্তুত করা হয়েছে আতশবাজির জন্য। সন্ধ্যার পর থেকেই আতশবাজি ফুটানো শুরু হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাজধানীর হাজারীবাগ, মোহাম্মদপুর, ধানমন্ডি ও শ্যামলী এলাকায় এমন দৃশ্য চোখে পড়ছে।
এদিকে রাজধানীর হাজারীবাগ এলাকার মিতালী রোড, আফসার উদ্দিন রোড, ট্যানারী মোড় ও টালী অফিস এলাকায় সন্ধ্যার পর থেকে আতশবাজি ফুটতে দেখা গেছে। বিভিন্ন বাসা-বাড়ির ছাদে আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে। এছাড়াও মোহাম্মদপুর, ধানমন্ডি ও শ্যামলী এলাকায় সন্ধ্যা থেকে আতশবাজি ফুটাতে দেখা গেছে।
স্থানীয়রা বলছেন থার্টি পাস্ট নাইটকে কেন্দ্র করে পুলিশের কঠোর নির্দেশনার মধ্যে বিভিন্ন বাড়ির ছাদ আলোকসজ্জা করা হয়েছে। সূর্য ডুবতেই বিভিন্ন বাসা-বাড়ির ছাদ দুই একটি করে আতশবাজি ফুটানো শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন এদিকে কোন খেয়াল নেই। ডিএমপি কমিশনার কঠোর নির্দেশনা দিলেও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী এ নির্দেশনা পালন করছে না। সন্ধ্যার পর থেকে যদি এমন দৃশ্য দেখা যায়, তাহলে রাত ১২ টায় আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।
এ বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, আতশবাজি, ফানুস উড়ানোর কোনো সুযোগ নেই। এমন ঘটনা ঘটলে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।
একেএস/ক.ম

