বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নববর্ষ উদযাপনে আতশবাজি ও পটকা ফোটানো পরিহারের আহ্বান সরকারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ এএম

শেয়ার করুন:

N
ফাইল ছবি।

কয়েক ঘণ্টার অপেক্ষা। আসছে ইংরেজি নতুন একটি বছর। এই নববর্ষ উদযাপনে আতশবাজি, লণ্ঠন ও পটকা ফোটানো পরিহার করতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় এ বিষয়ে অনুরোধ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। 

এতে বলা হয়, ‘ইংরেজি নববর্ষ উপলক্ষে আতশবাজি, ফানুস ওড়ানো এবং পটকা ফোটানোর ফলে বায়ুদূষণ, শব্দদূষণ, অগ্নিকাণ্ড ও পাখির মৃত্যু ঘটায়। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় এটি পরিহার করি।’

প্রসঙ্গত, আজ (বুধবার) দিন পেরিয়ে রাত ১২টা বাজলেই শুরু হবে নতুন বছর ২০২৬ সাল। নতুন এই বর্ষকে উপযাপনে প্রস্তুত গোটা বিশ্ব।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর